
প্রকাশিত: Wed, Mar 22, 2023 4:28 AM আপডেট: Sat, May 10, 2025 3:05 PM
ইউক্রেন প্রসঙ্গে চীনের ১২ দফা শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে: পুতিন
সাজ্জাদুল ইসলাম: রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, এই নিয়ে আলোচনা আরো হবে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্র এ্যান্টনি ব্লিনকেন বলেছেন, চীনা প্রেসিডেন্টের মস্কো সফর থেকে স্পষ্ট যে, তারা ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে, তা স্বীকার করতে প্রস্তুত নয়। আল-জাজিরা
সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বিকাশ ও উন্নয়নে রাশিয়ার সঙ্গে কাজ করবে। তিনি বলেন, চীন ও রাশিয়ার সুসম্পর্ক বিশ্বের অগ্রগতি ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টিআরটি ওয়ার্ল্ড, বিবিসি
২০১৩ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়ায় তার নবম সফরে শি বলেন, ‘সত্যিকার বহুপাক্ষিকতাকে সমুন্নত রাখতে,একটি বহুকেন্দ্রিক বিশ্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ব্যাপকভিত্তিক গনতন্ত্র বিকাশে রাশিয়ার সঙ্গে কাজ করবে চীন। এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৃহত্তর গণতন্ত্র এবং বহুমেরুকেদ্রিক বিশ্ব ব্যবস্থার বিকাশ ও উন্নয়ন করবে। যা বৈশ্বিক পরিচালনা ব্যবস্থা আরও সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হবে।’
এর আগে ৬৯ বছর বয়সী এ চীনা নেতা তিন দিনের সরকারি সফরের জন্য মস্কোর ভানুকোভো বিমানবন্দরে অবতরণ করেন। গত বছর রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটা তার প্রথম রাশিয়া সফর। তবে তিনি গত বছর বেশ কয়েকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন।
চীনা প্রেসিডেন্ট তার দেশের দৈনিক গ্লোবাল টাইমসকে বলেছেন, বেইজিং-মস্কো সুসম্পর্ক কেবল দু’দেশের জনগণের জন্য স্থায়ী কল্যাণ বয়ে আনেনি উপরন্তু তা বিশ্বের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’ বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্য বেড়ে তা দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার কোটি ডলার। শি জিনপিং বলেন, আমি আত্মবিশ্বাসী যে রাশিয়া সফর ফলপ্রসূ হবে এবং একটি নতুন যুগের সূচনার জন্য চীন ও রাশিয়ার মধ্যকার ব্যাপকভিত্তিক কৌশলগত অংশিদারিত্বের সমন্বয়ের সম্পর্কের সুষ্টু ও ক্রমবর্ধমান বিকাশে নতুন গতি সঞ্চার করবে। সম্পাদনা: ইমরুল শাহেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
